সোম মঙ্গল বুধ এরা সব

আসে তাড়াতাড়ি,

এদের ঘরে আছে বুঝি

মস্ত হাওয়াগাড়ি?

রবিবার সে কেন, মা গো,

এমন দেরি করে?

ধীরে ধীরে পৌঁছয় সে

সকল বারের পরে।

আকাশপারে তার বাড়িটি

দূর কি সবার চেয়ে?

সে বুঝি, মা, তোমার মতো

গরিব-ঘরের মেয়ে?

সোম মঙ্গল বুধের খেয়াল

থাকবারই জন্যেই,

বাড়ি-ফেরার দিকে ওদের

একটুও মন নেই।

রবিবারকে কে যে এমন

বিষম তাড়া করে,

ঘণ্টাগুলো বাজায় যেন

আধ ঘণ্টার পরে।

আকাশ-পারে বাড়িতে তার

কাজ আছে সব-চেয়ে

সে বুঝি, মা, তোমার মতো

গরিব-ঘরের মেয়ে।

সোম মঙ্গল বুধের যেন

মুখগুলো সব হাঁড়ি,

ছোটো ছেলের সঙ্গে তাদের

বিষম আড়াআড়ি।

কিন্তু শনির রাতের শেষে

যেমনি উঠি জেগে,

রবিবারের মুখে দেখি

হাসিই আছে লেগে।

যাবার বেলায় যায় সে কেঁদে

মোদের মুখে চেয়ে।

সে বুঝি, মা, তোমার মতো

গরিব ঘরের মেয়ে?