১৫৮

হতভাগা মেঘ পায় প্রভাতের সোনা--

সন্ধ্যা না হতে ফুরায়ে ফেলিয়া

ভেসে যায় আনমনা॥