হাসিমুখে শুকতারা

লিখে গেল ভোররাতে

আলোকের আগমনী

আঁধারের শেষপাতে।