১৪৩

হে অচেনা,তব আঁখিতে আমার

আঁখি কারে পায় খুঁজি --

যুগান্তরের চেনা চাহনিটি

আঁধারে লুকানো বুঝি॥