হে প্রিয়, দুঃখের বেশে

আস যবে মনে

তোমারে আনন্দ ব'লে

চিনি সেই ক্ষণে।