হে মহা ধীমান

বিশ্বের অন্তরে

তব স্থান।

তব চিত্রপটে

বিশ্বের প্রাণের

কথা রটে।