আমার নয়ন-ভুলানো এলে।

আমি কী হেরিলাম হৃদয় মেলে।

শিউলিতলার পাশে পাশে

ঝরা ফুলের রাশে রাশে

শিশির-ভেজা ঘাসে ঘাসে

অরুণ-রাঙা-চরণ ফেলে

নয়ন-ভুলানো এলে।

আলোছায়ার আঁচলখানি

লুটিয়ে পড়ে বনে বনে,

ফুলগুলি ওই মুখে চেয়ে

কী কথা কয় মনে মনে।

তোমায় মোরা করব বরণ,

মুখের ঢাকা করো হরণ,

ওই টুকু ওই মেঘাবরণ

দু হাত দিয়ে ফেলো ঠেলে।

নয়ন-ভুলানো এলে।

বনদেবীর দ্বারে দ্বারে

শুনি গভীর শঙ্খধনি,

আকাশবীণার তারে তারে

জাগে তোমার আগমনী।

কোথায় সোনার নূপুর বাজে,

বুঝি আমার হিয়ার মাঝে,

সকল ভাবে সকল কাজে

পাষাণ-গালা সুধা ঢেলে--

নয়ন-ভুলানো এলে।