আমার বুড়ো বয়সখানা ছিল বসে একা

তোমার জন্মদিনের সাথে হঠাৎ হল দেখা।

দাঁড়াল যেই চমকে উঠে

বয়সটা তার পড়ল টুটে।