আমারে দিই তোমার হাতে

নূতন করে নূতন প্রাতে।

দিনে দিনেই ফুল যে ফোটে,

তেমনি করেই ফুটে ওঠে

জীবন তোমার আঙিনাতে

নূতন করে নূতন প্রাতে।

বিচ্ছেদেরি ছন্দে লয়ে

মিলন ওঠে নবীন হয়ে।

আলো-অন্ধকারের তীরে

হারায়ে পাই ফিরে ফিরে,

দেখা আমার তোমার সাথে

নূতন করে নূতন প্রাতে।