আমি তোমার শ্যালী ক্ষুদ্রতমা

আমার শক্তি ক্ষুদ্র অতি কোরো আমায় ক্ষমা।

ইচ্ছে তোমার হেঁসেলঘরে ভোজের আলো জ্বালাই

পাঠিয়ে দিলেম তাই

কাঠকয়লা কেরোসিন ঘুঁটে দেশালাই।

জমবে যখন ছাই

তাহার জন্যে যে জিনিসটা চাই

আমার মুখে পায় না শোভা গ্রাম্য তার ভাষাটা,

দাদামশায় দিলেন লিখে, তাহারে কয় "ঝাঁটা'।