আমি পথিক, পথ আমারি সাথি।

দিন সে কাটায় গনি গনি

বিশ্বলোকের চরণধ্বনি,

তারার আলোয় গায় সে সারা রাতি।

কত যুগের রথের রেখা

বক্ষে তাহার আঁকে লেখা,

কত কালের ক্লান্ত আশা

ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি।

বাহির হলেম কবে সে নাই মনে।

যাত্রা আমার চলার পাকে

এই পথেরই বাঁকে বাঁকে

নূতন হল প্রতি ক্ষণে ক্ষণে।

যত আশা পথের আশা,

পথে যেতেই ভালোবাসা,

পথে চলার নিত্যরসে

দিনে দিনে জীবন ওঠে মাতি।