আয় চলে আয়, রে ধূমকেতু,

আঁধারে বাঁধ্‌ অগ্নিসেতু,

দুর্দিনের এই দুর্গশিরে

উড়িয়ে দে তোর বিজয়-কেতন।

অলক্ষণের তিলক-রেখা

রাতের ভালে হোক-না লেখা--

জাগিয়ে দে রে চমক মেরে

আছে যারা অর্ধচেতন।