অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ--

তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান ॥

শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণসম,

প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান ॥

যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো-ডাকো।

তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো।

তৃষিত যেজন ফিরে তব সুধাসাগরতীরে

জুড়াও তাহারে স্নেহনীরে, সুধা করাও হে পান ॥

তোমারে পেয়েছিনু যে, কখন্‌ হারানু অবহেলে,

কখন্‌ ঘুমাইনু হে, আঁধার হেরি আঁখি মেলে।

বিরহ জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়,

বরষ বরষ চলে যায়, হেরি নি প্রেমবয়ান--

দরশন দাও হে, দাও হে দাও, কাঁদে হৃদয় ম্রিয়মাণ ॥

রাগ: ভৈরবী



তাল: কাহারবা



রচনাকাল (বঙ্গাব্দ): 1292



রচনাকাল (খৃষ্টাব্দ): 1885







view notation





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.