আলো আসে দিনে দিনে,

রাত্রি নিয়ে আসে অন্ধকার।

মরণসাগরে মিলে

সাদা কালো গঙ্গাযমুনার।