আলো তার পদচিহ্ন

আকাশে না রাখে--

চলে যেতে জানে, তাই

চিরদিন থাকে।