আলোর আশীর্বাদ জাগিল

তোমার সকাল বেলায়,

ধরার আশীর্বাদ লাগিল

তোমার সকল খেলায়,

বায়ুর আশীর্বাদ বহিল

তোমার আয়ুর সনে--

করিব আশীর্বাদ রহিল

তোমার বাক্যে মনে।