ওই আসে ওই অতি ভৈরব হরষে

জলসিঞ্চিত ক্ষিতিসৌরভরভসে

ঘনগৌরবে নবযৌবনা বরষা

শ্যামগম্ভীর সরসা।

গুরু গর্জনে নীল অরণ্য শিহরে,

নিখিলচিত্তহরষা

ঘনগৌরবে আসিছে মত্ত বরষা ॥



কোথা তোরা অয়ি তরুণী পথিকললনা,

জনপদবধূ তড়িতচকিতনয়না,

মালতীমালিনী কোথা প্রিয়পরিচারিকা,

কোথা তোরা অভিসারিকা।

ঘনবনতলে এসো ঘননীলবসনা,

ললিত নৃত্যে বাজুক স্বর্ণরসনা,

আনো বীণা মনোহারিকা।

কোথা বিরহিণী, কোথা তোরা অভিসারিকা ॥



আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা,

বাজাও শঙ্খ, হুলুরব করো বধুরা--

এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী,

ওগো প্রিয়সুখভাগিনী।

কুঞ্জকুটিরে অয়ি ভাবাকুললোচনা,

ভূর্জপাতায় নবগীত করো রচনা

মেঘমল্লাররাগিণী।

এসেছে বরষা, ওগো নব-অনুরাগিণী॥



কেতকীকেশরে কেশপাশ করো সুরভি,

ক্ষীণ কটিতটে গাঁথি লয়ে পরো করবী॥

কদম্বরেণু বিছাইয়া দাও শয়নে,

অঞ্জন আঁকো নয়নে।

তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া

ভবনশিখীরে নাচাও গণিয়া গণিয়া

স্মিতবিকশিত বয়নে--

কদম্বরেণু বিছাইয়া ফুলশয়নে॥



এসেছে বরষা, এসেছে নবীনা বরষা,

গগন ভরিয়া এসেছে ভুবনভরসা ॥

দুলিছে পবনে সনসন বনবীথিকা,

গীতিময় তরুলতিকা।

শতেক যুগের কবিদলে মিলি আকাশে

ধ্বনিয়া তুলিছে মত্তমদির বাতাসে

শতেক যুগের গীতিকা।

শতশতগীতমুখরিত বনবীথিকা ॥

রাগ: মিশ্র মল্লার, পিলু, ইমনকল্যাণ, খাম্বাজ, হাম্বীর



তাল: ত্রিতাল-দাদরা



রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ বৈশাখ, ১৩০৪



রচনাকাল (খৃষ্টাব্দ): 1897



রচনাস্থান: জোড়াসাঁকো







view notation





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.