উদয়পথের তরুণ পথিক তুমি

অস্তপথের রবির স্নেহের কর

আশিস রাখিল নবজীবনের পর

তোমার ললাট চুমি।