উৎসবের রাত্রিশেষে

মৃৎপ্রদীপ হায়

তারকার মৈত্রী ছেড়ে

মৃত্তিকারে চায়।