কো তুঁহু বোলবি মোয়!

হৃদয়মাহ মঝু জাগসি অনুখন,

আঁখউপর তুঁহু রচলহি আসন,

অরুণ নয়ন তব মরমসঙে মম

নিমিখ ন অন্তর হোয়।

কো তুঁহু বোলবি মোয়!

হৃদয়কমল তব চরণে টলমল,

নয়নযুগল মম উছলে ছলছল,

প্রেমপূর্ণ তনু পুলকে ঢলঢল

চাহে মিলাইতে তোয়।

কো তুঁহু বোলবি মোয়!

বাঁশরিধ্বনি তুহ অমিয় গরল রে,

হৃদয় বিদারয়ি হৃদয় হরল রে,

আকুল কাকলি ভুবন ভরল রে,

উতল প্রাণ উতরোয়।

কো তুঁহু বোলবি মোয়!

হেরি হাসি তব মধুঋতু ধাওল,

শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,

বিকল ভ্রমরসম ত্রিভুবন আওল,

চরণকমলযুগ ছোঁয়।

কো তুহু বোলবি মোয়!

গোপবধূজন বিকশিতযৌবন,

পুলকিত যমুনা, মুকুলিত উপবন,

নীলনীর'পর ধীর সমীরণ,

পলকে প্রাণমন খোয়

কো তুঁহু বোলবি মোয়!

তৃষিত আঁখি, তব মুখ'পর বিহরই,

মধুর পরশ তব রাধা শিহরই,

প্রেমরতন ভরি হৃদয় প্রাণ লই

পদতলে অপনা থোয়।

কো তুঁহু বোলবি মোয়!

কো তুঁহু কো তুঁহু সব জন পুছয়ি,

অনুদিন সঘন নয়নজল মুছয়ি,

যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি,

জনম চরণ 'পর গোয়।

কো তুঁহু বোলবি মোয়!

রাগ: ইমনকল্যাণ



তাল: অজ্ঞাত



রচনাকাল (বঙ্গাব্দ): 1293



রচনাকাল (খৃষ্টাব্দ): 1886





এই গানটি "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" গ্রন্থে আছে





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.