গহন ঘন ছাইল গগন ঘনাইয়া।

স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন,

সব চরাচর আকুল-- কী হবে কে জানে

ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা ॥

চমকে চমকে সহসা দিক উজলি

চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি

থরথর চরাচর পলকে ঝলকিয়া

ঘোর তিমিরে ছায় গগন মেদিনী

গুরুগুরু নীরদগরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে,

সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ-- কড়কড় বাজ॥

রাগ: মেঘমল্লার



তাল: ত্রিতাল



রচনাকাল (বঙ্গাব্দ): 1289



রচনাকাল (খৃষ্টাব্দ): 1882







view notation





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.