এ হরি সুন্দর এ হরি সুন্দর

তেরো চরণপর সির নাবেঁ।

সেবক জনকে সেব সেব পর

প্রেমী জনাঁকে প্রেম প্রেম পর

দুঃখী জনাঁকে বেদন বেদন

সুখী জনাঁকে আনন্দ এ।

বনা-বনামেঁ সাঁবল সাঁবল

গিরি-গিরিমেঁ উন্নিত উন্নিত

সলিতা-সলিতা চঞ্চল চঞ্চল

সাগর-সাগর গম্ভীর এ।

চন্দ্র সূরজ বরৈ নিরমল দীপা

তেরো জগমন্দির উজার এ।



এ হরি সুন্দর, এ হরি সুন্দর,

মস্তক নমি তব চরণ-'পরে।

সেবক জনের সেবায় সেবায়,

প্রেমিক জনের প্রেমমহিমায়,

দুঃখী জনের বেদনে বেদনে,

সুখীর আনন্দে সুন্দর হে,

মস্তক নমি তব চরণ-'পরে।

কাননে কাননে শ্যামল শ্যামল,

পর্বতে পর্বতে উন্নত উন্নত,

নদীতে নদীতে চঞ্চল চঞ্চল,

সাগরে সাগরে গম্ভীর হে,

মস্তক নমি তব চরণ-'পরে।

চন্দ্র সূর্য জ্বালে নির্মল দীপ--

তব জগমন্দির উজল করে,

মস্তক নমি তব চরণ-'পরে।



বাদৈ বাদৈ রম্যবীণা বাদৈ--

অমল কমল বিচ

উজল রজনী বিচ

কাজর ঘন বিচ

নিশ আধিয়ারা বিচ

বীণ রণন সুনায়ে।

বাদৈ বাদৈ রম্যবীণা বাদৈ॥



বাজে বাজে রম্যবীণা বাজে--

অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী-মাঝে,

কাজলঘন-মাঝে নিশি-আঁধার-মাঝে,

কুসুমসুরভি-মাঝে বীণরণন শুনি যে

প্রেমে প্রেমে বাজে॥