তাঁহার অসীম মঙ্গললোক হতে

তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে

অনন্তেরই পরশরসের স্রোতে

দিয়েছে আজ বসন্ত জাগায়ে ।

তাই সুধাময় মিলনকুসুমখানি

উঠল ফুটে কখন নাহি জানি–

এই কুসুমের পূজার অর্ঘ্যখানি

প্রণাম করো দুইজনে তাঁর পায়ে ।

সকল বাধা যাক তোমাদের ঘুচে,

নামুক তাঁহার আশীর্বাদের ধারা ।

মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে,

শান্তিপবন বহুক বন্ধহারা ।

নিত্যনবীন প্রেমের মাধুরীতে

কল্যাণফল ফলুক দোঁহার চিতে,

সুখ তোমাদের নিত্য রহুক দিতে

নিখিলজনের আনন্দ বাড়ায়ে ।।

রাগ: সাহানা



তাল: অজ্ঞাত



রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ বৈশাখ, ১৩২৯



রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মে, ১৯২২



রচনাস্থান: শান্তিনিকেতন









Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.