এক যে আছে বুড়ি

জন্মদিনে দিলেম তারে

রঙিন সুরের ঘুড়ি।

পাঠ্যপুঁথির পাতাগুলো

অবাক্‌ হয়ে রয়,

বৃদ্ধা মেয়ের উধাও চিত্ত

ফেরে আকাশ-ময়।

কণ্ঠে ওঠে গুনগুনিয়ে

সারে গামা পাধা

গানে গানে জাল বোনা হয়

ম্যাট্রিকের এই বাধা।