এক রজনীর বরষনে শুধু

কেমন করে

আমার ঘরের সরোবর আজি

উঠেছে ভরে।

নয়ন মেলিয়া দেখিলাম ওই

ঘন নীল জল করে থইথই,

কূল কোথা এর, তল মেলে কই,

কহো গো মোরে--

এক বরষায় সরোবর দেখো

উঠেছে ভরে।

কাল রজনীতে কে জানিত মনে

এমন হবে

ঝরঝর বারি তিমিরনিশীথে

ঝরিল যবে--

ভরা শ্রাবণের নিশি দু-পহরে

শুনেছিনু শুয়ে দীপহীন ঘরে

কেঁদে যায় বায়ু পথে প্রান্তরে

কাতর রবে--

তখন সে রাতে কে জানিত মনে

এমন হবে।

হেরো হেরো মোর অকূল অশ্রু-

সলিলমাঝে

আজি এ অমল কমলকান্তি

কেমনে রাজে।

একটিমাত্র শ্বেত শতদল

আলোকপুলকে করে ঢলঢল,

কখন ফুটিল বল্‌ মোরে বল্‌

এমন সাজে

আমার অতল অশ্রুসাগর-

সলিলমাঝে!

আজি একা বসে ভাবিতেছি মনে

ইহারে দেখি,

দুখযামিনীর বুক-চেরা ধন

হেরিনু এ কী।

ইহারি লাগিয়া হৃদ্‌বিদারণ,

এত ক্রন্দন, এত জাগরণ,

ছুটেছিল ঝড় ইহারি বদন

বক্ষে লেখি।

দুখযামিনীর বুক-চেরা ধন

হেরিনু এ কী।