বজাও রে মোহন বাঁশি।

সারা দিবসক বিরহদহনদুখ,

মরমক তিয়াষ নাশি।

রিঝমনভেদন বাঁশরিবাদন

কঁহা শিখলি রে কান?

হানে থিরথির, মরমঅবশকর

লহু বহু মধুময় বাণ।

ধসধস করতহ উরহ বিয়াকুলু,

ঢুলু ঢুলু অবশনয়ান;

কত কত বরষক বাত সোঁয়ারয়,

অধীর করয় পরান।

কত শত আশা পূরল না বঁধু,

কত সুখ করল পয়ান।

পহু গো কত শত পীরিতযাতন

হিয়ে বিঁধাওল বাণ।

হৃদয় উদাসয়, নয়ন উছাসয়

দারুণ মধুময় গান। সাধ যায় বঁধূ, যমুনাবারিম

ডারিব দগধপরান।

সাধ যায় পহু, রাখি চরণ তব

হৃদয়মাঝ হৃদয়েশ,

হৃদয়জুড়াওন বদন-চন্দ্র তব

হেরব জীবনশেষ।

সাধ যায় ইহ চন্দ্রমকিরণে,

কুসুমিত কুঞ্জবিতানে,

বসন্তবায়ে প্রাণ মিশায়ব

বাঁশিক সুমধুর গানে।

প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়,

রাধাময় তব বেণু।

জয় জয় মাধব, জয় জয় রাধা,

চরণে প্রণমে ভানু।

রাগ: পিলু-কীর্তন



তাল: মুক্তছন্দ



রচনাকাল (বঙ্গাব্দ): 1284



রচনাকাল (খৃষ্টাব্দ): 1877



স্বরলিপিকার: ইন্দিরা দেবী





এই গানটি "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" গ্রন্থে আছে



view notation





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.