বঁধুয়া, হিয়া 'পর আও রে,

মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,

হমার মুখ 'পর চাও রে!

যুগযুগসম কত দিবস বহয়ি গল,

শ্যাম তু আওলি না,

চন্দ্র-উজর মধু-মধুর কুঞ্জ'পর

মুরলি বজাওলি না!

লয়ি গলি সাথ বয়ানক হাস রে,

লয়ি গলি নয়নআনন্দ!

শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয়মন,

কঁহি তব ও মুখচন্দ?

ইথি ছিল আকুল গোপনয়নজল,

কথি ছিল ও তব হাসি?

ইথি ছিল নীরব বংশীবটতট,

কথি ছিল ও তব বাঁশি;

তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ

নিমিখে ভেল অবসান।

লেশ হাসি তুঝ দূর করল রে

সকল মান-অভিমান।

ধন্য ধন্য রে ভানু গাহিছে

প্রেমক নাহিক ওর।

হরখে পুলকিত জগত-চরাচর

দুঁহুক প্রেমরস ভোর।

রচনাকাল (বঙ্গাব্দ): 1291



রচনাকাল (খৃষ্টাব্দ): 1884





এই গানটি "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" গ্রন্থে আছে





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.