বার বার সখি, বারণ করনু,

ন যাও মথুরাধাম।

বিসরি প্রেমদুখ রাজভোগ যথি

করত হমারই শ্যাম।

ধিক তুঁহু দাম্ভিক, ধিক রসনা ধিক,

লইলি কাহারই নাম?

বোল তো সজনি, মথুরাঅধিপতি

সো কি হমারই শ্যাম?

ধনকো শ্যাম সো, মথুরাপুরকো,

রাজ্যমানকো হোয়।

নহ পীরিতিকো, ব্রজকামিনীকো,

নিচয় কহনু ময় তোয়।

যব তুঁহু ঠারবি সো নব নরপতি

জনি রে করে অবমান,

ছিন্নকুসুমসম ঝরব ধরা 'পর,

পলকে খোয়ব প্রাণ।

বিসরল বিসরল সো সব বিসরল

বৃন্দাবন সুখসঙ্গ,

নব নগরে সখি নবীন নাগর

উপজল নব নব রঙ্গ।

ভানু কহত -- অয়ি বিরহকাতরা

মনমে বাঁধহ থেহ।

মুগুধা বালা, বুঝই বুঝলি না,

হমার শ্যামক লেহ।

রাগ: ইমনকল্যাণ



তাল: অজ্ঞাত



রচনাকাল (বঙ্গাব্দ): 1285



রচনাকাল (খৃষ্টাব্দ): 1878





এই গানটি "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" গ্রন্থে আছে





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.