বিশ্বরাজালয়ে বিশ্ববীণা বাজিছে।

স্থলে জলে নভতলে বনে উপবনে

নদীনদে গিরি-গুহা-পারাবারে

নিত্য জাগে সরস সঙ্গীতমধুরিমা, নিত্য নৃত্যরসভঙ্গিমা ॥

নববসন্তে নব আনন্দ-- উৎসব নব--

অতি মঞ্জুল, অতি মঞ্জুল, শুনি মঞ্জুল গুঞ্জন কুঞ্জে;

শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে;

পিককূজনপুষ্পবনে বিজনে।

তব স্নিগ্ধসুশোভন লোচনলোভন শ্যামসভাতলমাঝে

কলগীত সুললিত বাজে।

তোমার নিশ্বাসসুখপরশে উচ্ছ্বাসহরষে

পল্লবিত, মঞ্জরিত, গুঞ্জরিত, উল্লসিত সুন্দর ধরা।

দিকে দিকে তব বাণী-- নব নব তব গাথা-- অবিরল রসধারা ॥

রাগ: শঙ্করাভরণ (দক্ষিণী)



তাল: ঝাঁপতাল-কাহারবা



রচনাকাল (বঙ্গাব্দ): 1302



রচনাকাল (খৃষ্টাব্দ): 1895



স্বরলিপিকার: সরলা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর







view notation





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.