মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি

স্খলদঞ্চলা চলচঞ্চলা! অয়ি মঞ্জুলা মুঞ্জরী!

রোষারুণরাগরঞ্জিতা! বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!

গোপনহাস্য-কুটিল-আস্য কপটকলহগঞ্জিতা!

সঙ্কোচনত-অঙ্গিনী! ভয়ভঙ্গুরভঙ্গিনী!

চকিত চপল নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী!

অয়ি খলছলগুণ্ঠিতা! মধুকরভরকুণ্ঠিতা

লুব্ধপবন -ক্ষুব্ধ-লোভন মল্লিকা অবলুণ্ঠিতা!

চুম্বনধনবঞ্চিনী দুরূহগর্বমঞ্চিনী!

রুদ্ধকোরক -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।।

রাগ: কাফি



তাল: দাদরা



রচনাকাল (বঙ্গাব্দ): 1307



রচনাকাল (খৃষ্টাব্দ): 1900



স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার





এই গানটি "চিরকুমার-সভা" গ্রন্থে আছে



view notation





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.