মরণ রে, তুঁহু মম শ্যামসমান।

মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,

রক্তকমলকর, রক্ত-অধরপুট,

তাপবিমোচন করুণ কোর তব

মৃত্যু-অমৃত করে দান॥

আকুল রাধা-রিঝ অতি জরজর,

ঝরই নয়নদউ অনুখন ঝরঝর--

তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,

তুঁহু মম তাপ ঘুচাও।

মরণ, তু আও রে আও।

ভুজপাশে তব লহ সম্বোধয়ি,

আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,

কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি,

নীদ ভরব সব দেহ।

তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,

রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি

হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন--

অতুলন তোঁহার লেহ।

গগন সঘন অব, তিমিরমগন ভব,

তড়িতচকিত অতি, ঘোর মেঘরব,

শালতালতরু সভয়-তবধ সব--

পন্থ বিজন অতি ঘোর।

একলি যাওব তুঝ অভিসারে,

তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে--

ভয়বাধা সব অভয় মুরতি ধরি,

পন্থ দেখায়ব মোর।

ভানু ভণে -- 'অয়ি রাধা, ছিয়ে ছিয়ে

চঞ্চল চিত্ত তোহারি।

জীবনবল্লভ মরণ-অধিক সো,

অব তুঁহু দেখ বিচারি।'

রাগ: ভৈরবী-কীর্তন



তাল: মুক্তছন্দ-কাহারবা



রচনাকাল (বঙ্গাব্দ): 1288



রচনাকাল (খৃষ্টাব্দ): 1881







view notation





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.