৬১

একদিন ফুল দিয়েছিলে, হায়,

কাঁটা বিঁধে গেছে তার।

তবু, সুন্দর, হাসিয়া তোমায়

করিনু নমস্কার॥