শ্যাম রে, নিপট কঠিন মন তোর।

বিরহ সাথি করি সজনী রাধা

রজনী করত হি ভোর।

একলি নিরল বিরল পর বৈঠত

নিরখত যমুনা পানে,

বরখত অশ্রু, বচন নহি নিকসত,

পরান থেহ ন মানে।

গহন তিমির নিশি ঝিল্লিমুখর দিশি

শূন্য কদম তরুমূলে,

ভূমিশয়ন-'পর আকুল কুন্তল,

কাঁদই আপন ভুলে।

মুগধ মৃগীসম চমকি উঠই কভু

পরিহরি সব গৃহকাজে

চাহি শূন্য-'পর কহে করুণস্বর

বাজে রে বাঁশরি বাজে।

নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহু

রহই দূর মথুরায় --

রয়ন নিদারুণ কৈসন যাপসি

কৈস দিবস তব যায়!

কৈস মিটাওসি প্রেম-পিপাসা

কঁহা বজাওসি বাঁশি?

পীতবাস তুঁহু কথি রে ছোড়লি,

কথি সো বঙ্কিম হাসি?

কনক-হার অব পহিরলি কন্ঠে,

কথি ফেকলি বনমালা?

হৃদিকমলাসন শূন্য করলি রে,

কনকাসন কর আলা!

এ দুখ চিরদিন রহল চিত্তমে,

ভানু কহে, ছি ছি কালা!

ঝটিতি আও তুঁহু হমারি সাথে,

বিরহ-ব্যাকুলা বালা।

রাগ: বেহাগ



রচনাকাল (বঙ্গাব্দ): 1291



রচনাকাল (খৃষ্টাব্দ): 1884





এই গানটি "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" গ্রন্থে আছে





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.