শ্যাম, মুখে তব মধুর অধরমে

হাস বিকশিত কায়

কোন স্বপন অব দেখত মাধব,

কহবে কোন হমায়!

নীদ-মেঘ'পর স্বপনবিজলিসম

রাধা বিলসত হাসি।

শ্যাম, শ্যাম মম, কৈসে শোধব

তুঁহুক প্রেমঋণরাশি।

বিহঙ্গ, কাহ তু বোলন লাগলি?

শ্যাম ঘুমায় হমারা,

রহ রহ চন্দ্রম, ঢাল ঢাল তব

শীতল জোছনধারা।

তারকমালিনী সুন্দর যামিনী

অবহুঁ ন যাও রে ভাগি,

নিরদয় রবি, অব কাহ তু আওলি

জ্বাললি বিরহক আগি।

ভানু কহত অব -- অব রবি অতি নিষ্ঠুর

নলিন-মিলন অভিলাষে

কত নরনারীক মিলন টুটাওত

ডারত বিরহহুতাশে।

রাগ: খাম্বাজ



তাল: অজ্ঞাত



রচনাকাল (বঙ্গাব্দ): 1291



রচনাকাল (খৃষ্টাব্দ): 1884





এই গানটি "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" গ্রন্থে আছে





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.