সখিরে-- পীরিত বুঝবে কে?

অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী

বোলব, শুনবে কে?

রাধিকার অতি অন্তর বেদন

কে বুঝবে অয়ি সজনী

কে বুঝবে সখি রোয়ত রাধা

কোন দুখে দিন রজনী?

কলঙ্ক রটায়ব জনি সখি রটাও

কলঙ্ক নাহিক মানি,

সকল তয়াগব লভিতে শ্যামক

একঠো আদর বাণী।

মিনতি করিলো সখি শত শত বার, তু

শ্যামক না দিহ গারি,

শীল মান কুল, অপনি সজনি হম

চরণে দেয়নু ডারি।

সখিলো--

বৃন্দাবনকো দুরুজন মানুখ

পিরীত নাহিক জানে,

বৃথাই নিন্দা কাহ রটায়ত

হমার শ্যামক নামে?

কলঙ্কিনী হম রাধা, সখিলো

ঘৃণা করহ জনি মনমে

ন আসিও তব্‌ কবহু সজনিলো

হমার অঁধা ভবনমে।

কহে ভানু অব-- বুঝবে না সখি

কোহি মরমকো বাত,

বিরলে শ্যামক কহিও বেদন

বৃক্ষে রাখয়ি মাথ।

রাগ: তোড়ি



তাল: অজ্ঞাত



রচনাকাল (বঙ্গাব্দ): 1284



রচনাকাল (খৃষ্টাব্দ): 1878





এই গানটি "ভানুসিংহ ঠাকুরের পদাবলী" গ্রন্থে আছে





Renditions Recommended by Readers



Login to Recommend Link your favourite YouTube video of this song (?)

Link your favourite YouTube video of this song (?)

Submit Video

You must comply with the Terms of Use.