'বাবা যতীন,একটু চেয়ে দেখো-- ঐ যে এসেছে । একবারটি চাও ।'

'কে এসেছে । স্বপ্ন ?'

'স্বপ্ন নয়,বাবা,মণি এসেছে-- তোমার শ্বশুর এসেছেন ।'

'তুমি কে ?'

'চিনতে পারছ না,বাবা,ঐ তো তোমার মণি ।'

'মণি,সেই দরজাটা কি সব খুলে গিয়েছে ।'

'সব খুলেছে,বাপ আমার , সব খুলেছে ।'

'না মাসি,আমার পায়ের উপর ও শাল নয়,ও শাল নয়,ও শাল মিথ্যে,ও শাল ফাঁকি।'

'শাল নয়,যতীন । বউ তোর পায়ের উপর পড়েছে-- ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর্‌।-- অমন ক'রে কাঁদিস নে, বউ,কাঁদবার সময় আসছে-- এখন একটুখানি চুপ কর্‌ ।'
1 | 2 | 3 | 4 | 5