যূথিকা,

এসেছিলে জীবনের আনন্দ-দূতিকা

সহসা তোমারে যবে করিল হরণ

নির্মম মরণ

পারে নি করিতে তবু চুরি

তরুণ প্রাণের তব করুণ মাধুরী,

আজো রেখে গেছে তার চরম সৌরভ

চিত্তলোকে স্মৃতির গৌরব।