তার অনুরোধ যেমনি রাখা হল অমনি মেয়েটির বুকের এক ধার থেকে আর এক ধারে বারে বারে যেন বজ্রসূচি বিঁধতে লাগল।

সে ভাবলে, 'আমি অতি সামান্য, তবু আমার কথায় কেন বাধা ঘটবে।'

সেই রাতে পাতার বিছানায় একলা জেগে ব'সে তার নিজেকে নিজের ভয় করতে লাগল।

তার পরদিন সকালে সে ফল এনে দাঁড়াল, তাপস হাত পেতে নিলে। পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে। সুখে তার মন ভরে উঠল।

কিন্তু তার পরেই নদীর ধারে শিরীষগাছের ছায়ায় তার চোখের জল আর থামতে চায় না। কী ভাবলে কী জানি।

পরদিন সকালে কাঠকুড়নি তাপসকে প্রণাম করে বললে, 'প্রভু, আশীর্বাদ চাই।'

তপস্বী জিজ্ঞাসা করলে, 'কেন।'

মেয়েটি বললে, 'আমি বহুদূর দেশে যাব।'

তপস্বী বললে, 'যাও, তোমার সাধনা সিদ্ধ হোক।'
1 | 2 | 3 | 4 | 5 | 6