একদিন তপস্যা পূর্ণ হল।

ইন্দ্র এসে বললেন, 'স্বর্গের অধিকার তুমি লাভ করেছে।'

তপস্বী বললে, 'তা হলে আর স্বর্গে প্রয়োজন নেই।'

ইন্দ্র জিজ্ঞাসা করলেন, 'কী চাও।'

তপস্বী বললে, 'এই বনের কাঠকুড়নিকে।'
1 | 2 | 3 | 4 | 5 | 6