পরদিন তিনকড়ি শয্যাগত। পাশে বনমালী

পরদিন তিনকড়ি শয্যাগত। পাশে বনমালী

তিনকড়ি।

(ক্ষীণকন্ঠে) ভুতুবাবু, তোমার বাবা কোথায় হে?

বনমালী।

বদ্যি ডাকতে গেছে।

তিনকড়ি।

(কাতর স্বরে) আর বদ্যি ডেকে কী হবে! ওষুধ খাব যে তার জায়গা কোথায়?

বনমালী।

তোমার পেটে কী হয়েছে তিনকড়িদা?

তিনকড়ি।

যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিলুম মনে আছে কি?

বনমালী।

আছে।

তিনকড়ি।

কী বলো দেখি।

বনমালী।

পেটে খেলে পিঠে সয়।

তিনকড়ি।

আজ আর-একটা শেখাব। কথাটা মনে রেখো-- "পিঠে খেলে পেটে সয় না'।

আষাঢ়, ১২৯২