বর্হিবাটিতে লোকসমাগম

বর্হিবাটিতে লোকসমাগম

কানাই।

ওহে, সাড়ে-আটটা বাজল। দেরি কিসের?

চন্দ্র।

বসুন, একটু তামাক খান।

কানাই।

তামাক তো সকাল থেকেই খাচ্ছি।

বলাই।

কই হে, তোমাদের জোগাড় তো কিছুই দেখি নে।

চন্দ্র।

জোগাড় সমস্তই আছে-- আমাদের কোনো ত্রুটি নেই-- এখন কেবল--

রামতারণ।

কী হে চন্দ্র, আর দেরি করা তো ভালো হয় না।

চন্দ্র।

সে কি আমি বুঝি নে-- কিন্তু--

হরিহর।

দেরি কিসের জন্যে হচ্ছে? আপিসের বেলা হয় যে, কাণ্ডখানা কী!

ইন্দ্রকিশোরের প্রবেশ

ইন্দ্রকিশোরের প্রবেশ

ইন্দ্র।

ব্যস্ত হবেন না, হল বলে। ততক্ষণ কন্‌ডোলেন্‌স্‌-লেটারগুলো পড়ুন।

হাতে হাতে বিলি

এটা ল্যাম্‌বার্টের, এটা হ্যারিসনের, এটা সার জেম্‌স্‌--

স্কন্দকিশোরের প্রবেশ

স্কন্দকিশোরের প্রবেশ

স্কন্দ।

এই নিন, ততক্ষণ কাগজে বাবার মৃত্যুর বিবরণ পড়ুন। এই স্টেট্‌স্‌ম্যান, এই ইংলিশম্যান।

মধুসূদন।

( যাদবের প্রতি ) দেখছ ভাই, বাঙালি পাংচুয়ালিটি কাকে বলে জানে না।

ইন্দ্র।

ঠিক বলেছেন। মরবে তবু পাংচুয়াল হবে না।

খবরের কাগজ ও কন্‌ডোলেন্‌স পত্র পড়িতে পড়িতে অভ্যাগতগণের অশ্রুপাত

খবরের কাগজ ও কন্‌ডোলেন্‌স পত্র পড়িতে পড়িতে অভ্যাগতগণের অশ্রুপাত

রাধামোহন।

(সজল নেত্রে) হরি হে দীনবন্ধু!

নয়ানচাঁদ।

হায় হায়, এমন লোকেরও এমন বিপদ ঘটে!

নবদ্বীপচন্দ্র।

( সনিশ্বাসে ) প্রভু, তোমারই ইচ্ছ।!

রসিক।

"হৃদয়বৃন্তে ফুটে যে কমল'-- তার পরে কী ভুলে যাচ্ছি--

"হৃদয়বৃন্তে ফুটে যে কমল

তাহারে কাল অকালে ছিঁড়িলে, হৃদয়-

মৃণাল ডুবে শোকসাগরের জলে।'

এও ঠিক তাই। হৃদয়মৃণাল শোকসাগরের জলে! আহা! আড্যি এস্কোয়ার। O tempora! O mores!

তর্কবাগীশ।

চলচ্চিত্তং চলদ্‌বিত্তং চলজ্জীবন-- হায় হায় হায়!

ন্যায়বাগীশ।

যদুপতেঃ ক্ব গতা মথুরাপুরী, রঘুপতেঃ

[ কন্ঠরোধ

[ কন্ঠরোধ

দুঃখীরাম।

হায় কৃষ্ণকিশোর বাহাদুর, তুমি কোথায় গেলে!

নেপথ্য হইতে ক্ষীণকন্ঠ।

আমি এইখানেই আছি বাবা! দোহাই, তোরা অত চেঁচাস নে।

ভাদ্র ১২৯৩ শিলাইদহ