ও আমার বেঁটেছাতাওয়ালি,

বৃথাই সময় তুই খোয়ালি।

বাদল থামিল যবে

ভাবিনু সুযোগ হবে,

তখন কেন গো বেলা পোয়ালি।

মেঘ করে গুরুগুরু,

প্রলয় হইবে শুরু--

আকাশ হয়েছে ঘোর ধোঁয়ালি।

ও আমার বেঁটেছাতাওয়ালি,

তুই আসিলি না ব'লে

দিন বৃথা গেল চলে--

ধরণী চোখের জলে ধোয়ালি।

ও আমার বেঁটেছাতাওয়ালি,

ঝড়ের গাছের প্রায়

দুঃখের ঝাপটায়

মনটা মাটির পানে নোয়ালি॥

ও আমার বেঁটেছাতাওয়ালি,

এত ক্ষণে এল রোদ,

আরাম হতেছে বোধ--

আকাশে সোনার কাঠি ছোঁয়ালি॥