ওই দেখা যায় তোমার বাড়ি

চৌদিকে-মালঞ্চ-ঘেরা,

অনেক ফুল তো ফোটে সেথায়,

একটি ফুল সে সবার সেরা।

নানা দেশের নানা পাখি

করে হেথায় ডাকাডাকি,

একটি সুর যে মর্মে বাজে

যতই গাহুক বিহঙ্গেরা।

যাতায়াতের পথের পাশে

কেহ বা যায় কেহ আসে,

বারেক যেজন বসে সেথায়

তার কভু আর হয় না ফেরা!

কেউ বা এসে চা করে পান,

গ্রামোফোনে কেউ শোনে গান,

অকারণে যারা আসে

ধন্য যে সেই রসিকেরা॥