১২৯

ওই শুন বনে বনে কুঁড়ি বলে তপনেরে ডাকি --

"খুলে দাও আঁখি' ॥