ওগো আমার প্রাণের ঠাকুর,

তোমার প্রেম তোমারে এমন ক'রে

করেছে নিষ্ঠুর।

তুমি বসে থাকতে দেবে না যে,

দিবানিশি তাই তো বাজে

পরান-মাঝে এমন কঠিন সুর।

ওগো আমার প্রাণের ঠাকুর,

তোমার লাগি দুঃখ আমার

হয় যেন মধুর।

তোমার খোঁজা খোঁজায় মোরে,

তোমার বেদন কাঁদায় ওরে,

আরাম যত করে কোথায় দূর।