ওড়ার আনন্দে পাখি

শূন্যে দিকে দিকে

বিনা অক্ষরের বাণী

যায় লিখে লিখে।

মন মোর ওড়ে যবে

জাগে তার ধ্বনি,

পাখার আনন্দ সেই

বহিল লেখনী।