বালকেরা তাহাদের খুড়ার রান্নাঘরে খায় ।

বালিকারা প্রাসাদের দ্বারে পৌঁছায় ( arrive at ) ।

তোমার ভৃত্যেরা গাছের ছায়ায় দাঁড়ায় ।

আমাদের শিক্ষকেরা স্কুল-ঘরের ডেস্কে বসেন ।

তাহাদের ঘোড়াগুলি সহরের রাস্তায় দৌড়ায় ।

ছোটো মেয়েরা তাহাদের পিতার বাগানে বেড়ায় ।

শিশুরা পড়িবার ঘরে ( reading room ) তাহাদের পড়া করে ।

তাঁহার কন্যারা তাহাদের খাবার ঘরে তাহাদের বন্ধুদের চিঠি পড়ে ।

একবচন ও নেতিবাচক করো ।

প্রয়োজন বোধ করিলে যথানিয়মে প্রশ্নোত্তর করানো যাইতে পারে ।
1...11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19...52