তুমি তোমার পিতার জন্য পেয়ালা গড়ো।

আমি আমার মজুরদের জন্য কাপড় কাটি।

সে (স্ত্রী) তাহার প্রভুর জন্য রুটি গড়ে।

আমরা আমাদের পাঠের জন্য বই আনি।

তাহারা তাহাদের বেতনের জন্য মনিবের কাছে যায়।

তোমরা তোমাদের মনিবের জন্য দাঁড় টানো।

১। বচনান্তর করাও।

২। অতীত ও ভবিষ্যৎ করাও।

৩। নেতিবাচক করাও।
1...36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44...52