আমি চাক দিয়া পেয়ালা গড়ি।

সে (স্ত্রী) তাঁত দিয়া কাপড় বোনে।

তুমি বাটালি দিয়া মূর্ত্তি খোদো।

সে জাল দিয়া মাছ ধরে।

আমরা কাস্তে দিয়া ঘাস কাটি।

তোমরা দাঁড় দিয়া নৌকা চালাও।

তাহারা কুড়াল দিয়া গাছ কাটে।

১। বচনান্তর করাও।

২। অতীত ও ভবিষ্যৎ করাও।

৩। নেতিবাচক করাও।
1...33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41...52