চাকর তাহার কুটীর হইতে ক্ষেতে যায় ।

রাজা তাঁহার প্রসাদ হইতে মন্দিরে ঘোড়ায় চড়িয়া যান ।

মুটে গ্রাম হইতে হাটে ছোটে ।

মাল্লা তীর হইতে তরীর দিকে সাঁতরায় ।

সৈন্য পাহাড় ( hill ) হইতে সহরের দিকে কুচ করিয়া চলে ।

চড়াই পাখী ক্ষেত হইতে বাসার দিকে ওড়ে ।

ছাত্র খেলার জায়গা ( play ground ) হইতে তাহার শিক্ষকের নিকট যায় ।

কেরাণী তাহার ঘর ( home ) হইতে আফিসে আসে ।

কাষ্ঠখণ্ড নদী হইতে সমুদ্রে ভাসিয়া চলে ।

লার্ক্‌ তাহার বাসা হইতে আকাশে ওঠে ।

১ । বহুবচন করাও ।

২ । অতীত করাও ।

৩ । নেতিবাচক করাও ।

৪ । There is -যোগে তিন প্রকারে নিষ্পন্ন করাও ।
1...29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37...52